মোজমপুরে গৃহবধূকে খুন করার অভিযোগে গৃহবধুর স্বামীকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃত স্বামীর নাম আব্দুর রহিম ওরফে হেলু।। বাড়ি মোজমপুর অঞ্চলের বালুগ্রাম এলাকায়। ঘটনায় বাকি অভিযুক্ত শ্বশুর-শাশুড়ি সহ ৫ জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে কালিয়াচক থানার পুলিশ।
জানা যায় মৃত গৃহবধূর নাম মেরুন্নেসা (২২), পিতা বাবুল শেখ, বাড়ি মোজমপুর অঞ্চলের ঘোনটোলা এলাকায়। গত চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন শারীরিক মানসিক অত্যাচার চালাতো বলে জানায় মৃতের পরিবারের লোকজন। মৃত্যু গৃহবধূর একটি দেড় বছরের কন্যা সন্তান রয়েছে। সোমবার সকাল দশটা নাগাদ ওই গৃহবধুর পরিবারের লোকজনকে ফোন মারফত জানানো হয় মেহেরুন্নেসা অসুস্থ রয়েছে। তারপর ছুটে আসে ওই গৃহবধূর পরিবারের লোকজন। এসে তারা ওই গৃহবধূকে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসা হয় কালিয়াচকের সিলামপুর গ্রামীণ হাসপাতালে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা ওই গৃহবধূকে মৃত বলে ঘোষণা করেন। মৃত গৃহবধূর মা আলিয়া বিবি, মৃতার স্বামী ও শ্বশুর শাশুড়ি এবং ননদ সহ ছয় জনের নামে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনায় ধৃত স্বামীকে মঙ্গলবার মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ।